যাবার বেলায় ফেলে যেয়ো একটি খোঁপার ফুল

যাবার বেলায় ফেলে যেয়ো একটি খোঁপার ফুল।
আমার চোখের চেয়ে যেয়ো একটু চোখের ভুল।।

অধর কোণের ঈষৎ হাসির ক্ষণিক আলোকে
রাঙিয়ে যেয়ো আমার হিয়ার গহন কালোকে,
যেতে যেতে মুখ ফিরিয়ে দুলিয়ে যেয়ো দুল।।

একটি কথা কয়ে যেয়ো, একটি নমস্কার,
সেই কথাটি গানের সুরে গাইব বারেবার
হাত ধরে মোর বন্ধু বলো একটু মনের ভুল।।

[মাঢ় মিশ্র-কার্ফা]