জাগো জাগো জাগো, হে দেশপ্রিয়!

[দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের মহাপ্রয়াণে]

জাগো জাগো জাগো, হে দেশপ্রিয়!
ভারত চাহে তোমায়, হেবীর বরণীয়।।
চিতার ঊর্ধ্বে, হে অগ্নিশিখা
ঊর্ধ্বে কারার বন্ধুহারা, হে বীর জাগো,
শরণ দাও, হে চির-স্মরণীয়।।

ধূলির স্বর্গে যতীন্দ্র জাগো
বস্ত্র বাণী অধরে হানি জাগো,
তব ত্যাগের মন্ত্র শুনাইয়ো।।

ভারত কাঁদে অনন্ত শোকে
নিদ্রাহীনা ধূলি-শয়ন লীনা জাগো,
মথিয়া মৃত্যু আনো প্রাণ-অমিয়৷।

(১৪৮)