যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি

যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি,
তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি॥

দীন দুনিয়া দুই-ই পায় সে মজা লোটে,
রোজা রেখে সন্ধ্যাবেলা শিরনি জোটে,
সে সদাই বিভোর পিয়ে খোদার এশ্‌ক খাঁটি॥

সে গৃহী তবু ঘরে তাহার মন থাকে না,
হাঁসের মতন জলে থেকেও জল মাখে না;
তার সবই সমান খাঁটি সোনা এঁটেল্ মাটি॥

সবই খোদার দান ভেবে সে গ্রহণ করে,
দুঃখ-অভাব সুখের মতই জড়িয়ে ধরে,
ভোগ করে সে নিত্য বেহেশ্‌ত্‌ পরিপাটি॥