যেদিন আমায় করবে সুদূর

যেদিন আমায় করবে সুদূর
তোমার থেকে কাল-বিরহ,
পড়বে যতই মনে, ততই
দিন হবে মোর দুর্বিষহ।
ভুলেই যদি এ চোখ পড়ে
আর-কোনো রূপসির রূপে,
অন্ধ আমি বইব তোমার
রূপের দাবি অহরহ।।

২৯