ঝি ও চাকর

চাকর: (ওগো ও কর্মে বাড়ির ঝি!)
বলি, ও বিন্দে! এই গোবিন্দের পানে চাহ
চোখ মেলে।
আমি সত্যি বলি, বত্তে যাবি আমার মত লোক পেলে।।
ঝি: তুই বরের বাড়ির চাকর সেই সম্পর্কে বেয়াই,
তাই, পেলি আজ রেহাই।
নইলে তোর পোড়ার মুখে দিতাম ঢেলে বাসী
আখার ছাই!
চাকর: বলি, কে বললে বিন্দে, মোদের সম্পর্ক নাই?
আমি তোমার ননদের একমাত্র ভাই।
ঝি: আ মর মিনসে। সয় না সবুর, হাড় জ্বালাতে এলে!
ঘেমে নেয়ে উঠছে যে বিরহের বোঝা ঠেলে! (ষাট ষাট)
(একটু দাওয়ায় বসো, হাওয়ায় মাথা ঠাণ্ডা হবে।
দাওয়ায় বসো। প্রেম-পাগলের দাওয়াই যে ঐ,
দাওয়ায় বসো)
চাকর: আজ হ্যাকচ প্যাঁকচ প্রাণ সবারই আনন্দেরই ঠেলায়।
ঝি: আর; এক যাত্রায় পৃথক ফল আমাদেরই বেলায়!
চাকর: আমি ন্যাজের মত দিবানিশি
তোমার ঘুরছি পিছে পিছে।
ঝি: আবার যদি জ্বালাস দিব গামলার জল হিঁচে।
উভয়ে: আমরা গিলব অঢেল আনন্দে আজ একটু ছাড়া পেলে
যেমন দুর্ভিক্ষের দেশের মানুষ গোগ্গেরাসে গেলে।।

(১৫৫)