ঝরা ফুল দলে কে অতিথি

ঝরা ফুল দলে কে অতিথি
সাঝেঁর বেলা এলে কানন-বীথি।।

চোখে কি মায়া
ফেলেছে ছায়া
যৌবন মদির দোদুল্‌ কায়া।

তোমার ছোঁয়ায় নাচন লাগে
দখিন হাওয়ায়
লাগে চাদেঁর স্বপন বকুল চাঁপায়,
কোয়েলিয়া কুহরে কূ কূ গীতি।।

[কাফি-মিশ্র- দাদ্‌রা]


(জুলফিকার প্রথম খণ্ড হতে সংগৃহীত)