যখন প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে

(যখন) প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে, জুড়াই জ্বালা গজলে।
ছাতা দিয়ে মারি খোঁচা যেন সুরের বগলে॥

সিঁড়ির ধারে পিঁড়ি পেতে বিড়ি বাঁধি হায় কলকাতায়,
মিলন আশার তামাক ঠাসি হায় বিরহের শাল পাতায়,
[“আরে লুল্লু আট পয়সার বিড়ি কিনে লিস্‌রে হাঁ হাঁ”]
জালিম বিবির দিলের ছিপি (দাদা) খুলি সুরের ফজলে॥

কার্ফা তালে চার পা তুলে (হায়) ছুটাই তালের লাল ঘোড়া,
ভজুয়া নাত্‌নি ছুটে আসে হায় ফেলে দিয়ে হায় ঝালবড়া;
সুরে-তালে লাগে লড়াই যেন পাঠান মোগলে॥