কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল লো

কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো
খোঁপা খুলে কেশ হলো বাউল লো।।

পথে সে বাজালো মোহন বাঁশী
(তোর) ঘরে ফিরে যেতে হলো এ ভুল লো।।
কে নিল কেড়ে তোর পৈঁচী চুড়ি
বৈঁচিমালায় ছি ছি খোয়ালি কুল লো।।

ও সে বুনা পাগল পথে বাজায় মাদল,
পায়ে ঝড়ের নাচন শিরে চাঁচর চুল লো।।

দিল নাকেতে নাকছাবি বাবলাফুলি
কুঁচের চুড়ি আর ঝুঁমকোফুল দুল লো।
সে নিয়ে লাজ দুকূল দিল ঘাঘরি
সে আমার গাগরি ভাসালো জলে বাতুল লো।।

[বেদে ও বেদেনিদের গান]