কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি

কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি।
কি যাচে ও আঁখি বুঝিতে যে নারি।।

হৃদি প্রাণ মন
বিভব রতন
ডারিনু চরণে, লহ পথ-চারী।।

দুয়ারে মোর নিতি গেয়ে যায় যে গীতি
নিশিদিন বুকে বেঁধে তারি স্মুতি,
কি দিয়ে এ ব্যথা নিবারিতে পারি।।

মিলন বিরহ
যা চাও প্রিয় লহ,
দাও ভিখারিনী-বেশ
দাও ব্যথা অসহ,
মোর নয়নে দাও তব নয়ন-বারি।।

[পিলু- আন্ধা কাওয়ালি]