কে এলে হংস-রথে, কোথা যাও

কে এলে হংস-রহে, কোথা যাও
তার লিপি এনেছ কি? দাও মোরে দাও।।

যার বিরহে মোর রিদয়-কমল
অশ্রু-সরসী-নীরে কাঁপে টলমল।
শুনেছি তার সাথে তুমি কথা কও
কার কথা হয় সেথা- শোনাও শোনাও।।

আনন্দ-দূত তুমি লিপি আন নাই?
দেখিতে কি আসিয়াছ- কত দুখ পাই?
সে এত প্রেম দিয়ে কেন লুকিয়ে থাকে
কেন দেখা দেয় না এত যে ডাকে।
কেন মোর আর ভালো লাগে না কিছুই?
মনে করে বলো যদি তার দেখা পাও।।

(১০)