কে এলে মোর ব্যথার গানে গোপন

কে এলে মোর ব্যথার গানে
গোপন-লোকের বন্ধু গোপন।
নাইতে আমার গানের ধারায়
এলে সুরের মানসী কোন্।।

গান গেয়ে যাই আপন মনে
সুরের পাখী গহন-বনে,
সে সুর বেঁধে কার নয়নে,
জানে শুধু তার নয়ন।।

কে গো তুমি গন্ধ-কুসুম,
গান গেয়ে কি ভেঙেছি ঘুম,
তমার ব্যথার নিশীথ নিঝুম
হেরে কি মোর গানের স্বপন।।

সুরের গোপন বাসর-ঘরে
গানের মালা বদল করে
সকল আঁখির অগোচরে
না দেখাতেই মোদের মিলন।।

[ঝিঁঝিট-খাম্বাজ- দাদ্‌রা]


(জুলফিকার প্রথম খণ্ড হতে সংগৃহীত)