কে সাজালো মাকে আমার

কে সাজালো মাকে আমার বিসর্জনের বিদায় সাজে
আজ সারাদিন কেন এমন করুণ সুরে বাঁশি বাজে॥

আনন্দেরি প্রতিমাকে হায়, বিদায় দিতে পরান নাহি চায়
মা-কে ভাসিয়ে জলে কেমন করে রইব আঁধার ভবন মাঝে॥

মা’র আগমনে বেজেছিল প্রাণে নূতন আশার বাঁশি
দুঃখ শোক ভয় ভুলেছিলাম দেখে মা অভয়ার মুখের হাসি।
মা দশ হাতে আনন্দ এনেছিল, বিশ হাতে আজ দুঃখ ব্যথা দিল
মা মৃন্ময়ীকে ভাসিয়ে জলে, পাব চিন্ময়ীকে বুকের মাঝে॥