কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা

কেন আন ফুল-ডোর
আজি বিদায়-বেলা।
মোছো মোছো আঁখি-লোর
যদি ভাঙিল মেলা।।

কেন মেঘের স্বপন
আন মরুর চোখে,
ভুলে দিয়ো না কুসুম
যারে দিয়েছ হেলা।।

আছে বাহুর বাঁধন
তব শয়ন-সাথী,
আমি এসেছি বাঁধন
আমি চলি একেলা।।

যবে শুকাল কানন
এলে বিধুর পাখি,
লয়ে কাঁটা-ভরা প্রাণ
একি নিঠুর খেলা।।

যদি আকাশ-কুসুম
পেলি চকিতে কবি,
চলো চলো মুসাফির,
ডাকে পারের ভেলা।।

[ভীমপলশ্রী- কাহার্বা]