খোদার হাবিব হলেন নাজেল

খোদার হবিব হলেন নাজেল
খোদার ঘর ওই কাবার পাশে।
ঝুঁকে পড়ে আর্শ কুর্শী,
চাঁদ সুরুজ তাঁয় দেখতে আসে।।

ভেঙে পড়ে মূরত-মন্দির,
লাত-মানাত, শয়তানি তখ্ত,
‘লা-ইলাহা ইল্লাল্লাহু’র
উঠিছে তকবীর আকাশে।।

খুশির মউজ তুফান তোরা
দেখে যা মরুভূমে,
কোহ-ই-তূরের পাথরে আজ
বেহেশতি ফুল ফুটে হাসে।।

য়্যেতিম-তারণ য়্যেতিম হয়ে
এল রে এই দুনিয়ায়,
য়্যেতিম-মানুষ-জাতির ব্যথা
নইলে এমন বুঝত না সে।।

সূর্ব ওঠে, ওঠে রে চাঁদ,
মনের আঁধার যায় না তায়,
হৃদ-গগন যে করল রওশন,
সেই মোহাম্মদ ওই রে হাসে।।

আপন পুণ্যের বদলাতে যে
মাগিল মুক্তি সবার,
উম্মতি উম্মতি করে
দেখ আঁখি তাঁর জলে ভাসে।।

[ভৈরবী-মিশ্র- কাহারবা]