কী হই আর কী নই আমি

কী হই আর কী নই আমি- মোর চেয়ে তা কে জানে?
ঊর্ধ্বে নিম্নে যাহা কিছু ভেদ আছে তার মোর প্রাণে।
একদিনে মোর এসব বিদ্যা করব জলে বিসর্জন,
শারাব পানের অধিক মহৎ- কেউ যদি তার খোঁজ আনে!

১৪৯