কইল গোলাপ, মুখে আমার

কইল গোলাপ, ‘মুখে আমার ‘ইয়াকুত’ মণি, রং সোনার,
গুলবাগিচার মিশর দেশে য়ুসোফ আমি রূপকুমার।’
কইনু, ‘প্রমাণ আর কিছু কি দিতে পারো?’ কইল সে,
‘রক্ত-মাখা এই যে পিরান পরে আছি, প্রমাণ তার!’

১৫৬