করুণ কেন অরুণ আঁখি

করুণ কেন অরুণ আঁখি
দাও গো সাকি দাও শারাব।
হায় সাকি এ আঙ্গুরি খুন,
নয় ও হিয়ার খুন-খারাব।।

দুর্দিনের এই দারুণ দিনে
শরন নিলাম পান-শালায়,
হায় সাহারার প্রখর তাপে
পরাণ কাঁপে দিল্-কাবাব।।

আর সহে না দিল্ নিয়ে এই
দিল্-দরদির দিল্লগি,
তাই তো চালাই নীল পেয়ালায়
লাল শিরাজী বে-হিসাব।।

এই শারাবের নেশার রঙে
নয়ন-জলের রঙ লুকাই,
দেখছি আঁধার জীবন ভরি
ভর-পিয়ালার লাল খোয়াব।।

আমার বুকের শূন্যে কে গো
ব্যথার তারে ছড়্ চালায়,
গাইছি খুশির মহফিলে গান
বেদন-গুণীর বীণ্ রবাব্।।

হারাম কি এই রঙিন পানি,
আর হালাল এই জল চোখের?
নরক আমার হউক মঞ্জুর,
বিদায়-বন্ধু, লও আদাব।।

দেখ্ রে কবি, প্রিয়ার ছবি
এই শারাবের আর্শিতে,
লাল গেলাসের কাঁচ্-মহলার
পার হ’তে তার শোন্ জওয়াব।।

[সিন্ধু- কাওয়ালি]