মেঘ-মেদুর বরষায় কোথা তুমি! ফুল ছড়ায়ে কাঁদে বনভূমি।। ঝরে বারি-ধারা, ফিরে এস পথ-হারা, কাঁদে নদীতট চুমি।। কাজী নজরুল ইসলাম বুলবুল (দ্বিতীয় খণ্ড) গান, নজরুল গীতি সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন