মম তনুর ময়ূর সিংহাসনে

মম তনুর ময়ূর সিংহাসনে এসো রূপকুমার নৌজোয়ান।
মোর ঘুম যবে ভাঙিলে প্রিয়তম, উঠিল পূর্ণিমা চাঁদ
জ্যোৎস্নায় হাসিল আসমান।।

আমি ‘মদিনা’ হেরেমের নন্দিনী যে
আছি প্রাসাদে আছি বন্দিনী যে,
ভেবেছিনু তুমি শুধু রূপের পাগল
যদি সমান ভালোবেসে থাকো
তাহলে আমায় শিখাও এসে তোমার গান।।

তুমি অনেক ছবি এঁকেছ যে মম, মোরে দিলে যে মধু।
সেই মধু চেয়ে সেই মধু বুকে লয়ে বলি,
ফিরে এস ফিরে এস বঁধু।
কেন গান গেয়ে ফির ‘মদিনা’ ‘মদিনা’ কহি,
চলে গেছে বিষাদের বিলাপ
ডাঙাও এসে মোর অভিমান।।

[ত্রিতাল]