মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়।
রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়।।

তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে,
তার লালসার রঙ জাগে রাঙা অশোকে।
তার রঙিন নিশান দুলে কৃষ্ণ-চূড়ায়।।

তার পুষ্পধনু দোলে শিমুল-শাখায়,
তার কামনা কাঁপে গো ভোমরা-পাখায়,
সে খোঁপাতে বেলফুলের মালা জড়ায়।।

সে কুসুমি শাড়ি পরায় নীল-বসনায়,
সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই।
সে শুকনো বুকে ফাগুন-আগুন ধরায়।।

[চৈতি-খেমটা]