নাচে মাড়োবার বালা, নাচে তাকিয়া

নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া।।
(নাচে) ভোঁদড় হিন্দোলে ঝোপে থাকিয়া।।

পায়জামা প’রে যেন নাচে গণ্ডার,
নাচে সাড়ে পাঁচমণি ভুঁড়ি পাণ্ডার,
গঙ্গার ঢেউ নাচে বয়া ঝাঁকিয়া।।

গামা নাচে, ধামা নাচে, মুট্কি নাচে,
জামা পরি’ ভল্লুক নাচিছে গাছে।
ঝগ্ড়েটে বামা নাচে থিয়া তাথিয়া।।

‘ছোটো মিয়াঁ’ ‘বড়ো মিয়াঁ’ ডাকি কোলা ব্যাঙ
থাপুস্ থুপুস্ নাচে, নড়বড় ঠ্যাং!
(নাচে) গুজরাতী হস্তিনী কাদা মাখিয়া।।

[হিন্দোল – কাওয়ালি]