নাচিয়া নাচিয়া এসো নন্দ-দুলাল

নাচিয়া নাচিয়া এসো নন্দ-দুলাল,
মোর প্রাণে মোর মনে, এসো ব্রজ-গোপাল।।

এসো নূপুর রুনুঝুনু পায়ে,
এসো প্রেম-যমুনা নাচায়ে
এসো বেণু বাজায়ে এসো ধেনু চরায়ে
এসো কানাই রাখাল।।

এসো ঝুলনে হোরিতে রাসে,
এসো কুরুক্ষেত্র-রণে, এসো প্রভাসে,
এসো শিশুরূপে, এসো কিশোর বেশে,
এসো কংস-অরি, এসো মৃত্যু করাল।।

এসো মহা-ভারতের দেবতা,
আনো নৃত্যের তালে নব বারতা,
এসো মধু-কৈটভ-অরি আনো নব গীতা,
এসো নারায়ণ ভগবান বিশ্ব-ভূপাল।।

[বেহাগ মিশ্র- কার্ফা]