নাই চিনিলে আমায় তুমি

নাই চিনিলে আমায় তুমি রইব আধেক চেনা,
চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা॥

আধো আঁধার আধো আলোতে
একটু চোখের চাওয়া পথে
জানিতাম তা ভুলবে তুমি, আমার আঁখি ভুলবে না॥

আমার ঈষৎ পরিচয়ের এই সঞ্চার লয়ে
হয় না সাহস কোথায় যাব মনের কথা কয়ে।

একটু জানার মধু পিয়ে
বেড়াই কেন গুন্গুনিয়ে
তুমি জান আমি জানি আর কেহ জানে না॥