নাত-জামাই

ঠানদি: ভাই নাতজামাই!
ভগবানের কাছে প্রার্থনা করি-
তুমি বৌ-এর তীর্থে ন্যাড়া হও
মোর নাতনীর ভ্যাড়া হও,
বাইরে গোঁফে চাড়া দেবে
ঘরে বৌ-এর ঘোড়া হও।

ফেঁসফোঁসাবে বাইরে শুধু
বৌ-এর কাছে ঢোঁড়া হও,
বাইরে পুরুষ অটল পাষাণ
ঘরে বৌ-এর ঘোড়া হও,
দিনের বেলায় ফরফরাবে
রাত্রিবেলা খোঁড়া হও।

সূর্যি চাঁদের আয়ু পেয়ে
চিরটা কাল ছোঁড়া রও।
নাতনীর আমার ভ্যাড়া হও,
ম্যাড়া হও।
কার আজ্ঞে, না, কামরূপ
কামাখ্যা দেবীর আজ্ঞে।।

(১৪০)