নীপ-শাখে বাঁধো ঝুলনিয়া

নীপ-শাখে বাঁধো ঝুলনিয়া,
কাজল-নয়না শ্যামলিয়া॥

মেঘ-মৃদঙ্গ তালে শিখী নাচে ডালে-ডালে।
মল্লার গান গাহিছে পবন পূরবিয়া॥

কেতকী কেশরে কুন্তল করো সুরভি,
পরো কদম মেখলা কটি-তটে রূপ-গরবী।
নব-যৌন জল-তরঙ্গে,
পায়ে পাঁয়জোর বাজুক রঙ্গে
কাজরি ছন্দে নেচে চল করতালি দিয়া॥