নিরজন ফুলবন, এস পিয়া রহি রহি বোলে কোয়েলিয়া। পথ পানে চাহি, নাহি নিঁদ নাহি, ঝরা ফুল জড়ায়ে ঝুরে হিয়া।। কাজী নজরুল ইসলাম বুলবুল (দ্বিতীয় খণ্ড) গান, নজরুল গীতি সম্পাদকঃ রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন