নিয়ে কাদা মাটির তাল

নিয়ে কাদা মাটির তাল
খেলে হোরি ভূতের পাল।
নর্দমা হতে ছিটায় কর্দম হরদম ‘কাহার’ চাঁড়াল।।

দুই পাশের পথিকের গায়
কাদা ছিটিয়ে মোটর যায়,
নল দিয়ে ঐ জল ছিটায়
ফুটপাথে উড়িয়া দুলাল।।

খচমচ খচমচ বাজায় তাল
ভোজপুরী মাড়োয়ারি ভাই,
ঝি ফেলে দেয় ছাদ থেকে
গোবর-গোলা আখার ছাই,
দেয় ঢেলে পিচদানির পিচ
কাপড়-চোপড় লালে লাল।।

ভুঁড়িতে ফুঁড়িছে ডাক্তার পিচকারি ঐ-
হোলি হ্যায়!
টক্কর খেয়ে উলটে পড়ে ময়লা গাড়ি-
হোলি হ্যায়!
ষাঁড়ের গুঁতোয় খানায় পড়ে
খেলে হোরি পাঁড় মাতাল।।

[সুর- ভোজপুরি হোরি- তাল খচমচি]