নন্দন বন হতে কে গো ডাক মোরে

নন্দন বন হতে কে গো ডাক মোরে আজো-নিশীথে,
ক্ষণে ক্ষণে ঘুম-হারা পাখী কেঁদে ওঠে করুন-গীতে।।

ভেঙে যায় ঘুম চেয়ে থাকি,
চাহে চাঁদ ছল ছল আখিঁ,
ঝরা চম্পার ফুল যেন কে
ফেলে চলে যায় চকিতে।।

সহিতে না তিলেক বিরহ ছিলে যবে জীবনের সাথী
বলে যাও, আজ কোন অমরায় কেমনে কাটাও দিবারাতি।

জীবনে ভুলিলে তুমি যারে
(তারে) ভুলে যাও মরনের ওপারে,
আঁধার ভুবনে মোরে একাকী
দাও মোরে দাও ঝুরিতে।।