ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি

ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি।
ছেড়ে কোথায় গেলি রে বন্ধু, একলা ঘরে ফেলি।।
আমায় গঞ্জনা দেয় ঘরে পরে,
আমি ভুলতে তবু নারি তোরে রে,
আমি লবণ দিতে পান্তা ভাতে হলুদ দিয়ে ফেলি।।

তোর লাঙল তোর কাস্তে নিয়ে,
আমি খুঁজে বেড়াই মাঠে গিয়ে,
আমার চোখের জলে মাঠ ভেসে যায়
তুই তবু কই এলি।।

তেল মেখে কী গায়ে তোরা
পিরিতি করিস মনোচোরা,
ধরিতে কী না ধরিতে
যাস রে পিছলি।।

[চাষানির গান ঝুমুর-কার্ফা]
(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)