অচেনা চেনায় বৃথা আসা-যাওয়া

অচেনা চেনায় বৃথা আসা-যাওয়া
জনমে জনমে এই পথ-চাওয়া
কাঁদিয়া কাঁদায়ে ফুরাইয়া গেল
চোখের জলের পুঁজি।।

যত নাহি পাই দেবতা তোমায়
তত কাঁদি আর পূজি,
ধরা নাহি দাও যতই লুকাও
ততই তোমারে খুঁজি।।

কত সে রুপের রঙের মায়ায়
আড়াল করিয়া রাখ আপনায়
তবু তব পানে অশান্ত মন
কেন ধায় নাহি বুঝি।।

তোমারে যে চায় কাঁদাও তাহায়
কেন নিশিদিন, স্বামী-
তব অনন্ত লুকোচুরি খেলা কভু শেষ হবে কি?

(১১৯)