ওগো তারি তরে মন কাঁদে হায়

ওগো তারি তরে মন কাঁদে হায় যায় না যারে পাওয়া।
ফুল ফোটে না যে কাননে, কাদেঁ দখিন হাওয়া॥

যে মায়া-মৃগ পালিয়ে বেড়ায়
কেন এ মন তার পিছে ধায়,
যে দ’লে গেল পায়ে আমায় কেন তাহারি পথ চাওয়া॥

যে আমারে ভুলে হলো সুখি, যায় না তারে ভোলা,
যে ফিরিবে না আর, তারি তরে রাখি দুয়ার খোলা।

মৌন পাষাণ যে দেবতা—
হেরার ছলে কয় না কথা,—
তারি দেউল দ্বারে কেন বন্দনা গান গাওয়া॥