ঐ কাজল-কালো চোখ

ঐ কাজল-কালো চোখ
আদি কবির আদি রসের
যেন দু’টি শ্লোক।
ঐ কাজল-কালো চোখ।।

পুষ্প-লতার পত্র-পুটে
দু’টি কুসুম আছে ফুটে
সেই আলোকে রেঙে ওঠে
বনের গহন লোক (গো)
আমার মনের গহন লোক।।

রূপের সায়র সাঁতরে বেড়ায়
পানকৌড়ি পাখি
ঐ কাজল-কালো আঁখি।
মদির আঁখির নীল পেয়ালায়
শারাব বিলাও নাকি,
মদালসা সাকি!

তারার মতো তন্দ্রাহারা
তোমার দুটি আঁখি-তারা
আমার চোখে চেয়ে চেয়ে
অশ্রু-সজল হোক।।

[বেহাগ খাম্বাজ-দাদ্‌রা]