ওরে হুলোরে তুই রাত বিরেতে ঢুকিস্নে হেঁসেল্

ওরে হুলোরে তুই রাতবিরেতে ঢুকিস্‌নে হেঁশেল।
কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিসনে রাস্কেল।।

স্বীকার করি শিকারি তুই গোঁফ দেখেই চিনি,
গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস গোঁফে তুই তেল।।

ওরে ছোঁচা ওরে ওঁছা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খাস,
নাদনার বাড়ি খেয়ে কোনদিন ধনে প্রাণে বা মারা যাস,
কেঁদে মিয়াঁও মিয়াঁও বলে বিবি বেরালী করবে রে হার্টফেল।।

তানপুরারই সুরে যখন তখন গলা সাধিস,
শুনে ভুলো তোরে তেড়ে আসে, তুই ন্যাজ তুলে ছুটিস,
তোরে বস্তায় পুরে কবে কে চালান দিবে ধাপা-মেল।।

বউ ঝি যখন মাছ কোটে রে, তুমি খোঁজ দাঁও,
বিড়াল-তপস্বী, আড়নয়নে থালার পানে চাও,
তুই উত্তম মধ্যম খাস এত তবু হল না আক্কেল।।

[পিলু-সাহানা- কার্ফা]