পান করে যাই মদিরা তাই, শুনছি প্রাণের বেণুর রব

পান করে যাই মদিরা তাই, শুনছি প্রাণের বেণুর রব,
শুনছি আমার তনুর তীরে যৌবনেরই মদির স্তব,
তিক্ত স্বাদের তরে সুরার করো না কেউ তিরস্কার,
ত্যক্ত মানব-জীবন সাথে মানায় ভালো তিক্তাসব।

৮৪