পিয়া পাপিয়া পিয়া বোলে

পিয়া পাপিয়া পিয়া বোলে।
‘পিউ পিউ পিউ কাঁহা’
পাপিয়া পিয়া বোলে।।

সে পিয়া-পিয়া সুরে
বাদল ঝুরে,
নদী-তরঙ্গ দোলে।
কূলে কূলে কুলুকুলু
নদী-তরঙ্গ দোলে।।

ফুটিল দল মেলি
কেতকী, বেলি,
শিখী পেখম খোলে।।
দুলে দুলে দুলে নেচে
শিখী পেখম খোলে।।

পিয়ায় যারা নাহি পেল হেথায়, তাহারা কি
এসেছে ধরায় পুন হইয়া পাপিয়া পাখি?
দেখিয়া ঘরে ঘরে তরুণীর কালো আঁখি
‘পিউ কাঁহা পিউ কাঁহা’ আজিও উঠিছে ডাকি!
পিয়া পাপিয়া পিয়া বোলে।।

[পিলু দাদ্‌রা]