পিয়াল ফুলের পিয়ালায় বঁধু

পিয়াল ফুলের পিয়ালায় বঁধু
অন্তর-মধু ঢেকে পিয়াব তোমায়।
অচিব হৃদয়ে মাধবী-কুঞ্জ
বাহিরে ফাগুন যদি যেতে চায়।।

বেল-ফুল যায় যদি ঝরে
প্রেম-ফুল দিব ডালি ভরে
নিশি জেগে আমি গান শোনাব
বনের বিহগ যদি মাগে বিদায়।।

আর যদি নাহি বহে দখিনা বাতাস
বঁধু অঞ্চলে আছে মোর, আছে কেশ-পাশ।
যায় যদি ডুবে যাক চৌতালী চাঁদ
আমার চাঁদ যেন চলে নাহি যায়।।

(১৪)