পিয়ালা কেন মিছে আনলে ভরি

পিয়ালা কেন মিছে আনলে ভরি
কি হবে এ বেদনাকে মাতাল করি,
যে ফুলের আজি আর
নাহি কাজ ফুটিবার
দাও ওগো দাও তারে পড়িতে ঝরি।।

যে পাগল কামনার সমাধি ধারে
কেঁদে কেঁদে ঘুমায়েছে ভুলো না তারে,
সে উতাল ভরা নদী
সহসা শুকাল যদি
কি কাজ বাহিয়া আজ ভাঙা এ তরী।।

(৬০)