পল্লবিত তরুলতা কতই আছে কাননময়

পল্লবিত তরুলতা কতই আছে কাননময়,
দেওদার আর থলকমলে, জান কেন মুক্ত কয়?
দেবদারু তরুর শত কর, তবু কিছু চায় না সে;
থলকমলীর দশ রসনা তবু সদা নীরব রয়।

৭৬