পরান-পিয়া! কাটাই যদি

পরান-পিয়া! কাটাই যদি
তোমার সাথে একটি সে রাত,
বসন সম জড়িয়ে রব
নিমেষ পলক করব না পাত।
ভয় কী আমার, যদিই সখী
তার পরদিন মৃত্যু আসে,
পান করেছি অমর-করা
তোমার ঠোঁটের ‘আব-ই-হায়াত’।।

৫৫