রোজ হাশরে আল্লাহ্‌ আমার করো না বিচার

রোজ হাশরে আল্লাহ আমার করো না বিচার।
বিচার চাহি না তোমার দয়া চাহে এ গুনাহ্গার।।

আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে,
আশা নাই যে যাব তরে বিচারে তোমার।।
বিচার যদি করবে, কেন রহমান নাম নিলে।
ঐ নামের গুণেই তরে যাব, কেন এ জ্ঞান দিলে।
দীন ভিখারি বলে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর।।


(জুলফিকার গ্রন্থের দ্বিতীয় খণ্ড হতে সংগৃহীত)