রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়

রুম্ ঝুম্ রুম ঝুম্ কে বাজায়-
জল-ঝুমঝুমি।
চমকিয়া জাগে-
ঘুমন্ত বনভূমি।।

দুরন্ত অরণ্যা গিরিনির্ঝরিণী
রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী।
শাখায় শাখায় ঘুম ভাঙায়
ভীরু মুকুলের কপোল চুমি।।

কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু-
পিয়াল-ডালে
পল্লব-বীণা বাজায় ঝিরিঝিরি সমীরণ
তারি তালে তালে।
সেই জল-ছলছল সুরে জাগিয়া,-
সাড়া দেয়, বন-পারে
সাড়া দেয়- বাঁশী রাখালিয়া,-
পল্লীর প্রান্তর ওঠে শিহরি,
বলে- ‘চঞ্চলা, কে গো তুমি?’

(৫৭)

[এই গানের সাথে ‘মদিনা’ গ্রন্থের ‘রুম্ ঝুম্ রুম ঝুম্ কে বাজায়’ গানের সাদৃশ্য থাকলেও শেষ দুই চরণের ওপরের লাইনে একটি লাইনের অমিল রয়েছে যা কবি শুধুমাত্র ‘মদিনা’ নাটকের জন্য লিখেছিলেন।]