সাঁঝের পাখীরা ফিরিল কুলায়

সাঁঝের পাখিরা ফিরিল কুলায়
তুমি ফিরিলে না ঘরে
আঁধার ভবন, জ্বলেনি প্রদীপ
মন যে কেমন করে।।
উঠানে শূন্য কলসির কাছে
সারাদিন ধরে ঝরে পড়ে আছে
তোমার দোপাটি, গাঁদা ফুলগুলি
যেন অভিমান ভরে।।

বাসন্তী রাঙা শাড়িখানি তব
ধূলায় লুটায় কেঁদে
তোমার কেশের কাঁটাগুলি বুকে
স্মৃতির সমান বেঁধে।

যাইনি বাহিরে আজ সারাদিন
ঝরিছে বাদল শ্রান্তিবিহীন
পিয়া পিয়া বলে ডাকিছে পাপিয়া
এ বুকের পিঞ্জরে।।

(৬)