সাঁঝের প্রদীপ কেন নিভে যায়

সাঁঝের প্রদীপ কেন নিভে যায়
আমারি দীরঘ- নিঃশ্বাসে হায়।।

মালতীর মালা কেন হয়ে যায় ম্লান
অকারণ অভিমানে কেন কাঁদে প্রাণ
বহুদূরে শুন কার বিয়ের গান,
কহে যেন- জনমে পাব না তোমায়।।

হৃদয়ের পদ্মিনী মেলেছিল দল
শুকাইয়া গেল হায় সরসীর জল
হে বঁধু, ফিরে যদি আস কোনদিন
ফুল যদি নাহি পাও
কাঁটা নিও পায়।।

(৩৩)