সাহারাতে ফুটল রে রঙিন গুলে-লালা

সাহারাতে ফুটল রে
রঙিন গুলে-লালা।
সেই ফুলেরই খোশবুতে
আজ দুনিয়া মাতোয়ালা।।

সে ফুল নিয়ে কাড়াকাড়ি
চাঁদ-সুরুজ গ্রহ-তারায়,
ঝুঁকে পড়ে চুমে সে ফুল
নীল গগন নিরালা।।

সেই ফুলেরই রওশনীতে
আরশ কুর্সী রওশন,
সেই ফুলেরই রঙ লেগে
আজ ত্রিভুবন উজাল।।

সেই ফুলেরই গুলিস্তানে
আসে লাখো পাখি,
সে ফুলেরে ধরতে বুকে দোলে রে ডাল-পাল।।

চাহে সে ফুল জ্বীন্‌ ও ইনসান
হুর পরী ফেরেশ্তায়,
ফকীর দরবেশ বাদশা চাহে
করতে গলে মাল।।

চেনে রসিক ভোম্‌রা বুলবুল
সেই ফুলের ঠিকানা,
কেউ বলে হযরত মোহাম্মদ
কেউ বা কমলিওয়াল।।

[পাহাড়ি- কার্ফা]


(জুলফিকার গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)