শিউলি-ফুলের মালা দোলে

শিউলি ফুলের মালা দোলে
শারদ-রাতের বুকে ঐ।
এমন রাতে একলা জাগি
সাথে জাগার সাথী কই।।

বকুলবনে একলা পাখি,
আকুল হল ডাকি-ডাকি,
আমার প্রাণ থাকি-থাকি
তেমনই ডেকে ওঠে সই।।

কবরীতে করবীফুল পরিয়া প্রেমে গরবিনি
ঘুমায় বঁধুর বাহু-পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী।
ডাকে আমায় দূরের বাঁশি
কেমনে আর ঘরে রই।।

[সিন্ধু মিশ্র কার্ফা]