শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী

শোনো ও সন্ধ্যামালতী
বালিকা তপতী-
বেলা শেষের বাঁশি বাজে।
শোনো মাধবী চাঁদের মধুর মিনতি
উদাস আকাশ মাঝে।।

তব মৌন ব্রত ভাঙো, কও, কথা কও
মোর নৃত্য আরতির সঙ্গিনী হও;
মাধবী হেনা হের এলো বাহিরে-
রসরাজে হেরি রাস-নৃত্যের সাজে।।

তুমি যার লাগি সারাদিন
বিরহ-ধ্যান-লীন-
একাকিনী কুঞ্জে,
হের সে-মাধব
রাতের ভ্রমর হয়ে
তব পাশে গুঞ্জে।
সুন্দর দাঁড়ায়ে তব দ্বারে আঁধারে-
মঞ্জরী-দীপ জ্বালো ডাকো তারে-
বুকের চন্দন-সুরভি ঢালো-
পাতার আঁচলে মুখ ঢেকো না লাজে।।