শ্যামা তুই বেদেনির মেয়ে

শ্যামা তুই বেদেনীর মেয়ে
(তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে।
তুই কোন দুখে এই ভেক নিলি মা
থাকতে নিখিল ছেলে-মেয়ে।।

হেম কৈলাসে তোর আগুন জ্বালি’
গৌরী মেয়ে সাজলি কালী,
তুই অন্নপূর্ণা নাম ভুলিলি
ভূতনাথের সঙ্গ পেয়ে।।

ডুগডুগি ঐ বাজায় মহেশ
খ্যাপা ব্যাটা গাঁজা খেয়ে,
তাই দেখে তুই চণ্ডী সেজে
খেপে গেলি হাবা মেয়ে।।

রাজার মেয়ের এ কি খেয়াল,
মেরে বেড়াস অসুর-শেয়াল,
তুই দানব ধরে বাঁদর নাচাস
কাজ নাই তোর খেয়ে-দেয়ে।।

[সিন্ধুকাফি-যৎ]
(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)