সুন্দর অতিথি এসো, এসো কুসুমঝরা বনপথে

সুন্দর অতিথি এসো, এসো, কুসুমঝরা বনপথে
তোমার আশায় মুকুলগুলি চেয়ে আছে প্রভাত হ’তে।।

পাতায় পাতায় শিহর লাগে
তোমার আসার অনুরাগে
কণ্ঠে কুহুর কুজন জাগে চঞ্চলতা
ছাইল আকাশ রাঙা আলোতে।।

চলতে যদি বেদনা পায় তব কোমল চরণ-কমল
বন-বীথিকার পথ-ধূলি ঝরা পল্লব পাপড়ির-দল
পেয়ে আজি আসার আভাস
চেয়ে আছে উদাসী আকাশ
উতল হল মন্দ বাতাস
তুমি আসবে কবে সোনার রথে।।

(৭৫)