সুরার সোরাহি এই মানুষ, আত্মা শারাব তার ভিতর

সুরার সোরাহি এই মানুষ, আত্মা শারাব তার ভিতর,
দেহ তাহার বাঁশির আর তেজ যেন সেই বাঁশির স্বর।
খৈয়াম! তুই জানিস কি এই মাটির মানুষ কোন জিনিস?
খেয়াল-খুশির ফানুস এ ভাই, ভিতরে তার প্রদীপ-কর।

৮৭