তোমার আঁখি- জানে যাহা

তোমার আঁখি- জানে যাহা
বঞ্চনা আর ছল-চাতুরী,
চমকে বেড়ায় অসি যেন
রণাঙ্গণে ঘুরি ঘুরি।
তড়িৎ-জ্বালার ও-চোখ ত্বরিত
গোল বাধাবে বঁধুর সাথে,
যে হিয়াতে শিলা ঝরে,
হায় গো তারই তরে ঝুরি।।

৬৬